‘বাংলায় জঙ্গলরাজ আর চলবে না, ২ মে স্বৈরাচারী সরকারের পতন হবে’: শিবরাজ সিং চৌহান

ডেস্ক: বাংলায় নির্বাচনী  প্রচারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহানের মুখেও খেলা হবে। শিবরাজ সিং চৌহান বললেন উন্নয়নের খেলা হবে। খেজুরিতে প্রার্থী শান্তনু প্রামাণিকের প্রচারে এসেছিলেন শিবরাজ সিং চৌহান। সেখানে তিনি বলেন, তোমরা তোলাবাজির খেলা খেলেছ। এবার বিকাশের খেলা হবে। ২ মে স্বৈরাচারী সরকারের পতন হবে বলেও উল্লেখ করেন তিনি।


তিনি বলেন, ‘তৃণমূল বা টিএমসি-র আরও অর্থ হল টি-টেরর, এম-মার্ডার, সি-কোরাপশন।’ তিনি আরও বলেন, ২ মে দিদি চলে গেলেই সব গুণ্ডাদের এক এক করে বার্তা দেওয়া হবে। তাঁর কথায় এই জঙ্গলরাজ আর চলবে না। তিনি আরও বলেন, ব্রিটিশরা বাংলা ভেঙে দু ভাগ করেছিল আর এখন সেই বাংলায় হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ করা হচ্ছে।

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ, পুড়ল দেবশ্রী চৌধুরীর ছবি

এদিন তিনি আরও বলেন, কেন্দ্র থেকে যে সমস্ত টাকা রাজ্যে আসছে তার পুরোটাই লুটপাট চালাচ্ছে তৃণমূল সরকার। সব কিছুতেই অরাজগতা, দুর্নীতি ও কাটমানি নেওয়ার সংস্কৃতি চলছে এখানে। কেন্দ্রের সমস্ত প্রকল্প গুলো চালু হতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। আর তাই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গোড়ে ডবল ইঞ্জিনের সরকার গড়া প্রয়োজন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক