Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মাধ্যমিক রেজিস্ট্রেশন এ বার ডিজিটাল, পরীক্ষার্থীদের জন্য নতুন পোর্টাল পর্ষদের - NewsOnly24

মাধ্যমিক রেজিস্ট্রেশন এ বার ডিজিটাল, পরীক্ষার্থীদের জন্য নতুন পোর্টাল পর্ষদের

মাধ্যমিক রেজিস্ট্রেশনের খুঁটিনাটি এবার ছাত্রছাত্রীরা নিজেরাই অনলাইনে যাচাই ও সংশোধন করতে পারবে— এমনই যুগান্তকারী সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৬ সালে যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য বিশেষ ডিজিটাল পোর্টাল চালু করছে পর্ষদ। এই উদ্যোগে উপকৃত হবে প্রায় সাড়ে সাত লক্ষ ছাত্রছাত্রী।

প্রতিবছর স্কুলের গাফিলতির কারণে রেজিস্ট্রেশনে তথ্যগত ভুলের জন্য আদালতের মুখোমুখি হতে হতো পর্ষদকে। সেই সমস্যা দূর করতেই এই প্রযুক্তিনির্ভর পদক্ষেপ। বিকাশ ভবনের দাবি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পরামর্শেই পোর্টালের পরিকল্পনা।

এই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজের নাম, জন্ম তারিখ ও স্কুলের নাম দিয়ে রেজিস্ট্রেশন ডেটা যাচাই করতে পারবে। যদি কোনও ভুল বা অসঙ্গতি দেখা যায়, তা ঘরে বসেই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে সংশোধন করা যাবে। সংশোধনের তথ্য স্কুল কর্তৃপক্ষের কাছেও পৌঁছে যাবে স্বয়ংক্রিয়ভাবে। স্কুলগুলিও একসঙ্গে সব ছাত্রের তথ্য পর্যবেক্ষণ করতে পারবে।

ফলে কাগজপত্রের ঝামেলা, ম্যানুয়াল ত্রুটি এবং সময় নষ্ট— সবকিছুই কমবে। শিক্ষাকর্তাদের মতে, এই ব্যবস্থা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনবে। দেশের মধ্যে এটাই প্রথম এমন উদ্যোগ যেখানে রাজ্য স্তরের বোর্ড ডিজিটাল প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন যাচাইয়ের সুযোগ দিচ্ছে ছাত্রছাত্রীদের।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন