চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি, শেষ হয় ২২ ফেব্রুয়ারি। মাত্র ৬৯ দিনের ব্যবধানে ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২ মে সকাল ৯টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
পরীক্ষার্থীরা সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ও নির্দিষ্ট মোবাইল অ্যাপগুলির মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। স্কুলগুলি সকাল ১০টা থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ করবে ক্যাম্প অফিসগুলির মাধ্যমে।
এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ৯,৮৪,৮৯৪ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় ৬২ হাজার বেশি। মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে হয়েছিল পরীক্ষা। ছিল কড়া নজরদারি। ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল পরীক্ষাকেন্দ্রে।
পর্ষদ জানিয়েছে, গত বছরের মতো এ বারও স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।