কলকাতা: ‘মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।’ রাজ্য বিধানসভায় মঙ্গলবার এমনই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার বিধানসভায় বক্তৃতা করার সময় তিনি অভিযোগ করেন, ধনী ও ভিআইপিদের জন্য বিলাসবহুল শিবিরের ব্যবস্থা থাকলেও গরিবদের জন্য কোনও সুব্যবস্থা নেই।
মুখ্যমন্ত্রী বলেন, “এটি ‘মৃত্যু কুম্ভ’। আমি মহাকুম্ভকে সম্মান করি, গঙ্গা মাকেও সম্মান করি। কিন্তু এখানে কোনও পরিকল্পনা নেই… কতজন মানুষকে উদ্ধার করা হয়েছে? ধনী ও ভিআইপিদের জন্য এক লাখ টাকা পর্যন্ত খরচ করে তাঁবু নেওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু গরিবদের জন্য কোনও ব্যবস্থা নেই। মেলাতে পদপিষ্ট হওয়ার ঘটনা নতুন কিছু নয়, তবে প্রশাসনের উচিত সঠিক পরিকল্পনা করা। আপনাদের পরিকল্পনা কী?”