প্রথম পাতা খবর যৌন নির্যাতনের ঘটনায় বনধের ডাক মহারাষ্ট্রে, বিরোধীদের কর্মসূচি বাতিল হাইকোর্টের নির্দেশে

যৌন নির্যাতনের ঘটনায় বনধের ডাক মহারাষ্ট্রে, বিরোধীদের কর্মসূচি বাতিল হাইকোর্টের নির্দেশে

280 views
A+A-
Reset

মুম্বই: শনিবার বনধের ডাক দিয়েছিল মহারাষ্ট্রের বিরোধী দলগুলো। থানেতে দুই শিশুর যৌন নির্যাতনের ঘটনায় বনধের ডাক দিয়েছিল তারা। তবে বোম্বে হাইকোর্টের নির্দেশে সেই প্রতিবাদ কর্মসূচি বাতিল হল।

মহারাষ্ট্রের বিরোধী নেতারা থানে জেলার বদলাপুরের একটি স্কুলে দুই কিন্ডারগার্টেন ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তবে আদালত রাজনৈতিক দলগুলিকে তাঁদের বনধ না করার কথা বলেছে। আদালতের মতে, এই ধরনের প্রতিবাদ রাজ্যে স্বাভাবিক জীবনকে পঙ্গু করে দেবে।

বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি অমিত বোরকারের একটি ডিভিশন বেঞ্চ বলেছে, যদি রাজনৈতিক দল এবং ব্যক্তিদের শনিবার বনধের ডাকে এগিয়ে যাওয়া থেকে সংযত না করা হয়, তবে বিশাল ক্ষতি হবে, কেবল অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রেই নয়, প্রয়োজনীয় পরিষেবা এবং মৌলিক সুবিধারও। ফলে এটা প্রতিরোধ করতে হবে।

থানের একটি স্কুলে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ দিয়েছে মহারাষ্ট্র জুড়ে। যৌন নিপীড়নের শিকার এক নার্সারি পড়ুয়ার বাবা-মা বলেছেন যে তাঁরা ভয়ঙ্কর কাণ্ড সম্পর্কে প্রথমে কিছুই জানতে পারেননি। যখন একই ঘটনার শিকার অন্য এক পড়ুয়ার মা-বাবা বিষয়টি নিয়ে থানায় অভিযোগের কথা বলেন, তখনই তাঁরা এ বিষয়ে অবগত হন। তবে, থানায় গিয়ে এফআইআরের জন্য ১১ ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী অভিভাবকের দাবি, প্রথমে নিজের সন্তানকে একটি মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যান, যা যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করে। এর পর তাঁরা মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর শহরে পুলিশের কাছে এফআইআর দায়েরের জন্য যান। সেখানে আরও মর্মান্তিক ঘটনা। এফআইআর দায়ের করতে পুলিশের দীর্ঘ বিলম্ব করে। যেখানে যৌন নিপীড়নটি ১৩ আগস্ট ঘটেছিল, পুলিশ সেই মামলা ১৬ আগস্ট দায়ের করেছিল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.