“মহাত্মা গান্ধীর আদর্শই দেশকে চলার পথ দেখাচ্ছে” মন কি বাতের ৮১ তম সংস্করণে দেশবাসীকে বললেন নমো

ডেস্ক: রবিবার মন কি বাতের ৮১ তম সংস্করণে বক্তব্য রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন তিনি মন কি বাত এসে দেশের নদীগুলির পুনরুজ্জীবন এবং অর্থনৈতিক স্বচ্ছাতার কথা বলেন৷ বলেন, ‘দেশের নদীগুলির স্বচ্ছতা ও পুনরুজ্জীবনের জন্য প্রচুর মানুষ কাজ করছেন৷ অনেকে ব্যক্তিগত উদ্যোগে নদী পরিষ্কার ও পুনরুজ্জীবনের জন্য কাজ করছেন।’ এর পাশাপাশি দেশের ভেষজগুণ সম্পন্ন উদ্ভিদদের পরিচর্চা ও চাষের কথা বলেন মোদী।


অনুষ্ঠানে গান্ধীজির আদর্শ নিয়ে চর্চা করেন তিনি। মোদির কথায়, “মহাত্মা গান্ধীর আদর্শই দেশকে চলার পথ দেখাচ্ছে। তাঁর আদর্শই দেশের ভবিষ্যৎ।” পাশাপাশি তাঁর জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে খাদির কাপড় কেনার ডাকও দেন তিনি। বলেন, “২ অক্টোবর বাপুর জন্মবার্ষিকী। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে খাদির পোশাক কিনুন। স্মরণীয় করে রাখুন দিনটিকে।”

আরও পড়ুন: গুলাব: দুর্যোগ এড়াতে তৎপর নবান্ন, ওড়িশা উপকূল থেকে স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী


একইসঙ্গে করোনা সংক্রমণ নিয়েও সতর্ক করতে ভোলেননি তিনি। উৎসবের মরসুমে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সামনেই বিভিন্ন উৎসব রয়েছে। কিন্তু করোনার বিরুদ্ধেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। টিকাকরণে আমরা বিশ্বরেকর্ড গড়েছি। এই সুরক্ষা চক্র যেন কেউ না ভাঙেন। করোনা বিধি নিষেধ মেনে চলতেই হবে।”


অনুষ্ঠানের সূচনাতেই প্রধানমন্ত্রী বলেন, “আজ বিশ্ব নদী দিবস। এই দিনে আমি দেশের সকল মানুষকে আহ্বান জানাচ্ছি বছরে অন্তত একবার যেন নদী উৎসব পালন করা হয়।” সম্প্রতিই তাঁর জন্মদিনে যে ই-নিলাম হয়েছিল, সেখান থেকে প্রাপ্ত অর্থও নমামী গঙ্গে প্রকল্পে ব্যবহার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।


“ভোকাল ফর লোকাল”র কথা উল্লেখ করেও তিনি সকলকে খাদির সামগ্রী কেনার অনুরোধ জানান।
তবে অনেকেই মনে করেছিলেন সদ্য আমেরিকা সফর শেষ করা প্রধানমন্ত্রী সোকানে আলোচনা হওয়া বিষয় নিয়েও কথা বলবেন! কিন্তু সেরকম কিছু এদিন উঠে আসেনি প্রধানমন্ত্রীর বক্তব্যে। যদিও মোদীর তিনদিনের আমেরিকা সফর সফল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক