কলকাতা: বিজেপির নবান্ন অভিযানে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের যোগী-মডেলের কথা মনে করালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। তবে নবান্ন থেকে অনেক দূরেই থেমে যায় অভিযান। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ-সহ সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
বুধবার তৃণমূল সাংসদ মহুয়া টুইটারে লেখেন, “বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তা হলে কেমন হতো? বিজেপি কি নিজেদের নীতিতে অনড় থাকবে”?
উল্লেখ্য, উত্তরপ্রদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় হিংসা ছড়ানোর অভিযোগে বেশ কিছু বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার চালিয়ে প্রশাসনের তরফে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েই তৃণমূল সরকারের এহেন প্রশ্ন। তবে বিজেপির দাবি, নবান্ন অভিযানে এখনও পর্যন্ত সরকারি সম্পত্তি ধ্বংসের প্রমাণ মেলেনি।
আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশি বাধার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি, রাজ্যের রিপোর্ট তলব