বিহারে ভোটার তালিকা সংশোধন ঘিরে নির্বাচন কমিশনের নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের ফের প্রমাণ দিতে হবে তাঁরা ভারতীয়। এই ‘নিবিড় সংশোধন প্রক্রিয়া’ (SIR) নিয়ে কড়া আপত্তি জানিয়ে স্থগিতাদেশের আবেদন করেছেন মহুয়া। পাশাপাশি তিনি চান, বাংলায় যাতে এই নির্দেশ কার্যকর না হয়, সেই সুরক্ষা দিক শীর্ষ আদালত।
বছর শেষের আগে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেককেই দিতে হবে নাগরিকত্বের প্রমাণ। কিন্তু আধার কার্ড বা রেশন কার্ড চলবে না। কমিশন বলছে, আধার কার্ড ঘিরে জালিয়াতির সম্ভাবনার কারণেই কড়া প্রমাণপত্র চাওয়া হচ্ছে। গ্রহণযোগ্য নথি হিসেবে থাকছে জন্মের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো কাগজপত্র।
এই নির্দেশিকায় বহু যোগ্য ভোটারের নাম বাদ পড়ে যেতে পারে বলেই আশঙ্কা বিরোধী রাজনৈতিক দলগুলির। সেই কারণেই মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। শনিবার এক্স (প্রাক্তন টুইটার)-এ মামলার নথি পোস্ট করে কৃষ্ণনগরের সাংসদ লেখেন, “নির্বাচন কমিশনের SIR নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলাম। বাংলা-সহ অন্যান্য রাজ্যে যাতে এটি কার্যকর না হয়, সেই আবেদনও করেছি।”
তাঁর অভিযোগ, “যাঁরা বহু বছর ধরে ভোট দিচ্ছেন, তাঁদের আবার নাগরিকত্ব প্রমাণ করতে বলা হচ্ছে। বাবা-মায়ের জন্ম সনদ চাওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষের বিপাকে পড়ার আশঙ্কা প্রবল।” মামলাটি শীঘ্রই শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে বলে জানা গিয়েছে।