কলকাতা: বড়সড় রদবদল রাজ্য পুলিশে৷ সিআইডি-র শীর্ষ পদ থেকে সরানো হল অনুজ শর্মাকে। রাজ্য সশস্ত্র পুলিসের এডিজি হলেন অনুজ। রদবদল ঘটল আরও বেশ কয়েকটি পদে। স্বরাষ্ট্র দপ্তর সূত্রে তেমনই খবর মিলেছে। ভোট মিটতেই আমলা এবং পুলিশ স্তরে রদবদলে তৎপর হয়েছিলেন মমতা।
নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সরানো হল এডিজি-আইজিপি, ওয়েলফেয়ার রণবীর কুমারকে। তাঁর জায়গায় আনা হচ্ছে এডিজি (টেলিকমিউনিকেশন) নিত্তরঞ্জন রমেশ বাবুকে৷ সরানো হচ্ছে আইপিএস ডঃ দেবাশিস রায়কে। এছাড়াও বদলি করা হচ্ছে অজয় মুকুন্দ রানাডে এবং আর শিবকুমারকেও। এদিকে, অতিরিক্ত দায়িত্বে এলেন জ্ঞানবন্ত সিং। রাজ্যের সিকিউরিটি ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন জ্ঞানবন্ত সিং । উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডের তদন্তে এবার আইপিএস জ্ঞানবন্ত সিং-কে তলব করল সিবিআই (CBI)।
আরও পড়ুন: ৫ সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টের, সোমবার শুনানি
প্রসঙ্গত, রাজ্যের ভোট ঘোষণা হতেই পুলিসে একাধিক রদবদল করেছিল নির্বাচন কমিশনার। সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্য পুলিসের তত্কালীন ডিজি বীরেন্দ্র ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন, সেদিন পুরানো পদে বীরেন্দ্র ও জাভেদ শামিমকে ফিরিয়ে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে বদল করে দেওয়া হয় আরও ৬ IPS-কেও।