প্রথম পাতা খবর রুদ্রপ্রয়াগের বদ্রীনাথ হাইওয়েতে বড়সড় সড়ক দুর্ঘটনা, গাড়ি নদীতে পড়ে মৃত ৮

রুদ্রপ্রয়াগের বদ্রীনাথ হাইওয়েতে বড়সড় সড়ক দুর্ঘটনা, গাড়ি নদীতে পড়ে মৃত ৮

319 views
A+A-
Reset

রুদ্রপ্রয়াগের বদ্রীনাথ হাইওয়েতে একটি বড়সড় সড়ক দুর্ঘটনা শনিবার। পাহাড়ি পথ ধরে যাওযার সময় একটি টেম্পো ট্রাভেলার নদীতে পড়ে যায়। ট্রাভেলারটিতে প্রায় ২৩ জন যাত্রী ছিলেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং পুলিশের দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এই দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, গাড়িটিতে সওয়ার ছিলেন ২৩ জন। এই দুর্ঘটনায় আট জন যাত্রীর মৃত্যু হয়েছে। ১৪ জন যাত্রী আহত হয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্য়াল মিডিয়া পোস্টে লেথেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় টেম্পো ট্রাভেলারের দুর্ঘটনার খুব বেদনাদায়ক খবর পেয়েছি। স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ দল ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য কাছের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘আমি মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অসীম কষ্ট সহ্য করার শক্তি দান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।’

ঘটনায় প্রকাশ, এ দিন সকালে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল গাড়িটি। তাতে চেপে গাজ়িয়াবাদ থেকে চোপতায় যাচ্ছিলেন যাত্রীরা। সকাল সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে ঘটে বিপত্তি। মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারান চালক। তার ফলে পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.