কলকাতা: শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার রথতলা মোড়ে চলল গুলি। ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে টানা আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বেলঘরিয়া থানার পুলিশ।
অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ী বলেন, “গুলি চালাতেই আমি ভয়ে পালিয়ে আসি। খুবই আতঙ্কে আছি এখন। “স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। গুলি চালিয়েই এলাকা ছেড়ে চম্পট দেয়। ওই ব্যবসায়ীকে খুনের উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল বলে অভিযোগ। তবে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ দু’জনের নাম পেয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরা আশপাশের এলাকারই বলে খবর। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। খোঁজ চলছে।
কী কারণে ব্যবসায়ীর উপর এই ধরনের হামলার ঘটনা, তা স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান, টাকা সংক্রান্ত গোলমাল এর নেপথ্যে থাকতে পারে। কারণ, ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, তাঁকে গত কয়েক দিন ধরে কয়েক জন বার বার ফোন করছিলেন। তাঁর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল বলেও অভিযোগ। সেই টাকা না দেওয়াতেই এই হামলা হয়ে থাকতে পারে।