কলকাতা পুরসভার নির্বাচনে এবার এক অনন্য নজির গড়লেন কলকাতার দুই মহিলা কাউন্সিলর মালা আর মীনা। দুই নারী দুই বিপরীত দলের প্রতিনিধি হলেও একটা জায়গায় গিয়ে এক হয়ে গিয়েছেন তাঁরা দুজনেই। আর সেটা হল কলকাতা পুরভোটে জয় এর নিরিখে দুজনেই এবার করে ফেললেন “ডাবল হ্যাটট্রিক”।
কলকাতা পুরসভায় দীর্ঘদিন ধরেই অপরাজেয় তকমা ধরে রেখেছেন ২২ নম্বর ওয়ার্ডে বিজেপির মহিলা প্রার্থী মীনা দেবী পুরোহিত। এবারের আগে কলকাতা পুরসভার নির্বাচনে পাঁচ বার জয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্যে একবার কলকাতা পুরসভায় ডেপুটি মেয়রও নির্বাচিত হয়েছেন মীনা দেবী পুরোহিত। এবারের জয় এর পর পুরভোটে জেতার ব্যাপারে ডাবল হ্যাটট্রিক করে ফেললেন বিজেপির মীনা দেবী।
অপরদিকে কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ড থেকে এবারও জয়ী হয়েছেন এলাকার দীর্ঘদিনের মহিলা নেত্রী মালা রায়। এই নিয়ে টানা ছয় বার জিতলেন তিনিও। শুরুটা হয়েছিল সেই ১৯৯৫ সালে পুরভোটে জয় দিয়ে। কখনও কংগ্রেস এর হয়ে, কখনও নির্দল হয়ে, আবার কখনও তৃনমূলের হয়ে এই ওয়ার্ড থেকে জয় যুক্ত হয়েছেন এই মহিলা নেত্রী।
পুরভোট এর গণনা শুরু হওয়ার পর থেকেই দেখা যায় দীর্ঘদিন ধরে অপরাজিত এই দুই নারী শক্তির বিজয় রথ এবারও গড়গড়িয়ে ছুটে চলেছে। শেষ পর্যন্ত দেখা গেলো, এবারও জয় এর পরে দুজনেই গড়ে ফেলেছেন অনন্য নজির। ডাবল হ্যাটট্রিক এর মতন অসামান্য নজির।