Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
লোকসভা থেকে সাসপেন্ড অধীর, রাজ্যসভায় সওয়াল মল্লিকার্জুন খড়্গের - NewsOnly24

লোকসভা থেকে সাসপেন্ড অধীর, রাজ্যসভায় সওয়াল মল্লিকার্জুন খড়্গের

নয়াদিল্লি: লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে। বৃহস্পতিবার সংসদের তাঁর আচরণের জন্য স্পিকার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। শুক্রবার রাজ্যসভায় এ বিষয়েই মুখ খুললেন কংগ্রেসের সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খড়্গে।

এ দিন খড়্গে বলেন, তাঁর দলের সহকর্মী এবং লোকসভার হুইপ অধীররঞ্জন চৌধুরীকে নিম্নকক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি (অধীর) শুধুমাত্র “নীরব মোদী” বলেছেন এবং নীরব মানে “চুপ”।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে “গণতন্ত্র রক্ষা করার জন্য” আবেদন করেন খড়্গে। যুক্তি হিসেবে তিনি বলেন, অধীর বিভিন্ন সংসদীয় কমিটির সদস্য। ফলে তাঁকে সাসপেন্ড করা হলে ওই সমস্ত কমিটি থেকে তাঁকে বঞ্চিত করা হবে।

অধীরের বিরুদ্ধে এই পদক্ষেপকে “অবিশ্বাস্য” এবং “অগণতান্ত্রিক” বলে অভিহিত করেছে কংগ্রেস। ঘটনার পরে অধীর নিজেও সাংবাদিকদের বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীকে অপমান করতে চাননি। তিনি বলেন, “আমি কাউকে আঘাত করতে চাইনি। সব বিষয় নিয়ে কথা বলেন মোদীজি। কিন্তু মণিপুর নিয়ে উনি নীরব বসেছিলেন। যেটার অর্থ হল যে উনি চুপ করে বসেছিলেন। নীরবের অর্থ হল চুপ করে বসে থাকা। আমি ভুল কিছু বলিনি।”

প্রসঙ্গত, অধীরের বিরুদ্ধে অসংসদীয় আচরণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। প্রিভিলেজ কমিটিতে তাঁর সম্পর্কে রিপোর্ট পাঠানো হয়েছে। পাল্টা রিপোর্ট পাওয়া পর্যন্ত সংসদ থেকে সাসপেন্ড থাকবেন কংগ্রেস সাংসদ।

Related posts

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা

এসআইআরে ২৮ জনের মৃত্যু! কমিশনকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘অপরিকল্পিত সিদ্ধান্তেই যাচ্ছে মূল্যবান প্রাণ’