সোমবার ইদের সকালে রেড রোডে নমাজে অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এ দিন সকাল ৯টা নাগাদ মুখ্যমন্ত্রীর সঙ্গে রেড রোডে পৌঁছন অভিষেক ও মন্ত্রী জাভেদ খান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা সম্প্রীতির বার্তা দেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিজেপি এবং সিপিএমকে একযোগে আক্রমণ করে বলেন, “লাল আর গেরুয়া মিলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না, ধর্মের নামে ব্যবসাও করি না।” তিনি আরও বলেন, “কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে।”
সম্প্রতি লন্ডন সফরের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, ইদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি বিদেশের একটি অনুষ্ঠান বাতিল করেছেন। অক্সফোর্ডের কেলগ কলেজে তাঁর পরিচয় নিয়ে ওঠা প্রশ্নের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে বলেছি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি ইসাহি। আমি এক জন ভারতীয়।”
এরপর বক্তৃতা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, “মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। কেউ গোলমাল পাকানোর চেষ্টা করলে রেয়াত করা হবে না।”