প্রথম পাতা খবর আরজি কর-কাণ্ড নিয়ে চক্রান্ত, পাল্টা কর্মসূচি ঘোষণা মমতার

আরজি কর-কাণ্ড নিয়ে চক্রান্ত, পাল্টা কর্মসূচি ঘোষণা মমতার

237 views
A+A-
Reset

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। সর্বত্র চলছে আন্দোলন। এ বার পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বেহালার অনুষ্ঠান থেকে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান মমতা। বক্তৃতার শুরুতেই স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করার পরেই তিনি আরজি করে নিহত চিকিৎসকের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “ঘটনা যখন ঘটে আমি ঝাড়গ্রামে ছিলাম। জানতে পেরেই ব্যবস্থা নিতে বলি। হাই কোর্ট সিবিআই দিয়েছে। দোষীকে সাজা দিন কোনও নির্দোষ যেন সাজা না পায়”।

এর পর আগামী ১৭ তারিখ থেকে একটি কর্মসূচির কথা ঘোষণা করে মমতা বলেন, ‘‘১৭ তারিখ থেকে সারা বাংলায়, সব ব্লক, সব ওয়ার্ডে ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন হবে। ১৮ তারিখ ধর্না হবে ব্লকে ব্লকে। ১৯ তারিখে রাখি। ২০ তারিখে আবার পথে নামব আমরা। সে দিনের কর্মসূচি পরে জানিয়ে দেব।’’

আরজি কর কাণ্ডের প্রতিবাদে চলছে চিকিৎসকদের কর্মবিরতি।চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘চিকিৎসকদের আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। তিন জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল। পায়ে ধরে বলছি, তাতে যদি চরণযুগল ভাল থাকে। চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন, আবেদন। আমার সচিব আবেদন জানিয়েছেন। আজ আমি আবেদন করছি। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.