Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিজেপির পরিবর্তন যাত্রাকে তুমুল কটাক্ষ মমতার, যেন টেন স্টার হোটেল - NewsOnly24

বিজেপির পরিবর্তন যাত্রাকে তুমুল কটাক্ষ মমতার, যেন টেন স্টার হোটেল

ওয়েবডেস্ক : রায়গঞ্জ স্টেডিয়ামের জনসভা থেকে বিজেপির পরিবর্তন রথযাত্রাকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‍্যায়ের। তোপ দাগলেন, “জনগণের টাকায় নেতারা ফূর্তি করছেন। জগন্নাথদেবের রথযাত্রাকে কালিমালিপ্ত করেছে। ধর্মের নামে অধর্ম করছে।”

এদিন সভার শুরু থেকেই সুর চড়ান মমতা। মুখ‍্যমন্ত্রীর কটাক্ষ, “রথযাত্রার নামে ভোগ যাত্রা চলছে। রথযাত্রার নামে বিজেপির এই নাটক দেখতে রাজি নই। এই রথযাত্রা দেখে আমি লজ্জিত। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।”

রায়গঞ্জের সভা থেকে বিজেপির উদ্দেশে মমতাথ প্রশ্ন, “রথযাত্রায় কে থাকবে? জগন্নাথদেব থাকবে। বলরাম থাকবে। সুভদ্রা থাকবে। বিজেপির নেতারা কেন থাকবে? তাঁরা কি জগন্নাথ দেবের থেকেও বড়? বলরাম থেকেও বড়? সুভদ্রা থেকেও বড়? তাহলে কি বিজেপি নেতাদের আমাদের এখন জগন্নাথদেব ভেবে পুজো করতে হবে?”

আরও পড়ুন : খড়্গপুরের চা চক্রেও টার্গেট ‘পিসি-ভাইপো’, বুধবার সকাল থেকেই মেজাজে শুরু জেপি নাড্ডার

আরও বলেন, “আমি জগন্নাথদেবের রথযাত্রা দেখেছি। ইসকনের রথ টেনেছি। আমি জগন্নাথের রথ টানি। আবার যুদ্ধের সময় রথ ব্যবহার হয়ও দেখেছি। শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিলেন। শ্রীকৃষ্ণ নারায়ণ, একজন দেবতা। এরা কি সব শ্রীকৃষ্ণ সম? কোথা থেকে শ্রীকৃষ্ণ এল?

দেবতারা সব চলে গেল আর তার জায়গায় এরা এল?” একইসঙ্গে তৃণমূল নেত্রীর কটাক্ষ, “রথে পঞ্চপাণ্ডবও চড়েছিল আবার রাবণও চড়েছিল। রাবণ রথে করে সীতাকে হরণ করেছিল। সেটা রাবণ রথ।”

এদিন ‘বাংলায় দৈত্যদের রথযাত্রা’ চলছে বলে রায়গঞ্জের সভা থেকে বিজেপির পরিবর্তন যাত্রাকে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তোপ দাগেন, “রথে বিরিয়ানি, মাংস, পোলাও, ছানা কাবাব থেকে শুরু করে সাজুগুজু সব চলছে।

খানাপিনা, বিশ্রাম, গানা সব রেডি। যেন টেন স্টার হোটেলে!” রথ তৈরি করে বিজেপি ভোগের জিনিস নিয়ে যাত্রা করে বেড়াচ্ছে বলে তীব্র আক্রমণ শাণান মমতা। বলেন, “বিজেপির টাকা আছে বলে খুব অহঙ্কার করে। কিন্তু টাকার থেকে মানবিকতার দাম অনেক বেশি।

মানুষের রক্ত নিয়ে খেলে আর মুখে ধর্মের বাণী। বিজেপি শুধু টাকা ছড়িয়ে ক্ষমতা দখল করতে চায়।”

বিজেপিকে নাগাড়ে আক্রমণের পাশাপাশি উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related posts

ঘূর্ণাবর্তে আটকে শীত! কলকাতায় পারদ ১৮ ডিগ্রি, জেলায় কুয়াশার দাপট—জাঁকিয়ে শীতের অপেক্ষা দীর্ঘ

রাজ্যে শিক্ষক নিয়োগে গতি: প্রাথমিকের ১৩,৪২১ শূন্যপদে আবেদন শুরু, বছরে ৬২ হাজার নিয়োগের আশা

রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ, তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে ফৌজদারি মামলা, সর্বোচ্চ ৭ বছরের জেলের সম্ভাবনা