বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের পাশে নিয়ে সংহতি মিছিলে হাঁটলেন মমতা

'সংহতি যাত্রা’য় হাঁটছেন মুখ্যমন্ত্রী। ছবি: সঞ্জয় হাজরা

ইমনকল্যাণ সেন: রামমন্দির উদ্বোধনের দিন শহরে সংহতি মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। এই কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে এসে কর্মসূচি সম্পূর্ণ করলেন মুখ্যমন্ত্রী।

‘সংহতি মিছিল’-এ যোগ দিলেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, পারসি, ইহুদি ধর্মগুরুরা মুখ্যমন্ত্রী পাশে হাঁটতে শুরু করলেন। সোমবারের মিছিলে তাঁদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হাজরা মোড় থেকে শুরু হয় ‘সংহতি মিছিল’। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষনেতারা।

কালীঘাটে পুজো দিয়ে হাজরা পার্ক থেকে সোমবার বেলা ৩টে নাগাদ মিছিলে শুরু করেন মমতা। গুরুদ্বার, মসজিদ এবং গির্জাতে যান তিনি। মিছিলের শেষে পার্ক সার্কাস ময়দানে সভা করেন মুখ্যমন্ত্রী।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন