কৃষ্ণনগরের সভা থেকে সিএএ নিয়ে ফের হুঁশিয়ার মমতার

‘জীবন দিতে প্রস্তুত, নাগরিকত্ব কাড়তে দেব না’, নদিয়ায় বললেন মমতা

কৃষ্ণনগর: বুধবার কৃষ্ণনগরের সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নদিয়ার অন্যতম বড়ো ইস্যু হল মতুয়া ভোটব্যাঙ্ক। রানাঘাট, নাকাশিপাড়া, করিমপুর, তেহট্ট, কৃষ্ণগঞ্জ, হাঁসখালিতে মতুয়াদের বড়ো প্রভাব রয়েছে। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, বনগাঁর ঠাকুরনগরে মতুয়াদের বার্ষিক সম্মেলনে এসে সবাইকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশা দিয়েছেন। রাজ্যে সিএএ চালু করা নিয়ে একাধিকবার সরব হয়েছে বিজেপি। এমনকী, ডিসেম্বরেই রাজ্যে সিএএ চালু হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা।

এ প্রসঙ্গে মমতার কটাক্ষ, “বিজেপি কী এমন করল, যে মিথ্যা কথা বলে লোকসভার সিট নিল! বিধানসভার সিট নিল! কাজ কিছু করেছে! একটাও করেছে! নির্বাচন এলেই তখন মনে পড়ে ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। নির্বাচন আসলেই মাথায় সিএএ ঢোকে। নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে। রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। পাহাড়িদের নিয়ে বাংলা ভাগের চেষ্টা করে, তারা কিন্তু চায় না। সবাই এক নয়।”

মতুয়াদের উদ্দেশ্যে মমতা বলেন, “মতুয়ারা এখানকার নাগরিক। সবাই এখানকার নাগরিক। আর আপনারা যদি নাগরিক না হন তাহলে আমিও নাগরিক নই। মতুয়াদের বলছি আপনারা এখানরা নাগরিক হবেন। আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না। জীবন দিতে প্রস্তুত।”

আরও পড়ুন: বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক