Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রধান বিচারপতির সামনেই ‘এজেন্সির অপব্যবহার’ নিয়ে সরব মমতা - NewsOnly24

প্রধান বিচারপতির সামনেই ‘এজেন্সির অপব্যবহার’ নিয়ে সরব মমতা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর সামনেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে তীব্র ভাষায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইডি বা সিবিআইয়ের নাম না করেই ‘এজেন্সির অপব্যবহার’ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বিচারপতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সংবিধানকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে হবে, গণতন্ত্রকেও রক্ষা করতে হবে। এখন মানুষের ভাবমূর্তি নষ্ট করাই যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিছু এজেন্সি ইচ্ছাকৃতভাবে অপমান করছে। প্লিজ মানুষকে বাঁচান।” তিনি আরও বলেন, “আমি নিজের জন্য বলছি না। গণতন্ত্রকে বাঁচান, দেশকে বাঁচান। আমরা আপনাদের কাস্টডিতে আছি।”

এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাঁর উপস্থিতিতেই কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, রাজ্যে ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট গড়া হয়েছে, যার মধ্যে ৫২টি মহিলাদের জন্য, ৭টি পসকো কোর্ট, ৮টি লেবার কোর্ট এবং ১৯টি হিউম্যান রাইটস কোর্ট রয়েছে। তিনি বলেন, “কিছু মনে করবেন না, কেন্দ্র আমাদের ফান্ড দেওয়া বন্ধ করে দিয়েছে। তবু ১ হাজার ২০০ কোটি টাকা খরচ করে এই কাজ করা হয়েছে।”

নতুন ভবন দেখে অভিভূত মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গের মানুষের জন্য আজ ঐতিহাসিক দিন। এটা একটা বড় মাইলস্টোন। কলকাতা হাই কোর্টের থেকেও এই বিল্ডিং বড়।” উল্লেখ্য, জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনটি তৈরি হয়েছে ৪০.৮ একর জমিতে। বিচারপতিদের থাকার জন্য রয়েছে ৮০টি ঘর, আলাদা বাংলো এবং আদালত চত্বরে ছয়টি আদালত কক্ষ।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও