রাজনৈতিক উদ্দেশে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বদলে ফেলা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বুধবার আলিপুর জেল সংগ্রহশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে ইতিহাস, ভুগোল, বিজ্ঞানকে বদলে ফেলার ধারণা নিয়ে আসছে”।

কারও নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, “নতুন করে আমাদের ভাবতে হচ্ছে? কেন? কেন নতুন ধারণা নিয়ে আসা হচ্ছে? কেন রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাস, ভুগোল, বিজ্ঞানকে বদলে ফেলার ধারণা নিয়ে আসছে? যাতে আমাদের নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা সংগ্রামের প্রকৃত সত্য জানতে না পারে। সেই কারণে এখন ইতিহাসকে সংরক্ষণ করে রাখা দরকার”।

মুখ্যমন্ত্রী জানান, জানান, বিধানসভাতেও আমরা ইতিহাস সংরক্ষণ করা হচ্ছে। বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সমস্ত নথি সংরক্ষণ করা হচ্ছে। ডিজিটাল রূপ দেওয়া হচ্ছে সেই নথি এবং ফাইলগুলির। এ ছাড়াও স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সামগ্রীও সংরক্ষণ করছে রাজ্য সরকার।

এ দিনের অনুষ্ঠান থেকে তিনি বলেন, “বাংলা না থাকলে নবজাগরণ হতো না। বাংলা না থাকলে স্বাধীনতা সংগ্রাম হতো না। স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হয়েছে।”

আরও পড়ুন: বিজেপির চেয়ে সিপিএমের বড়ো মিছিলে খুশি হব, বামেদের ‘প্রশংসা’য় তৃণমূল সাংসদ সৌগত রায়

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন