কলকাতা: পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে দেশের বেশ কিছু রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন রয়েছে মেঘালয়ে। এবার সেই মেঘালয়েই সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
গত মাসেই মেঘালয়য় সফরে গিয়ে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে এসেছেন মমতা-অভিষেক। এবার দলের নির্বাচনী প্রস্তুতি এবং সংগঠনের অবস্থা আরও একবার ঝালিয়ে নিতেই তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব মেঘালয় পাড়ি দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের অনুমান।
১৮ জানুয়ারি আলিপুরদুয়ার থেকে মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে তুরা কেন্দ্রে একটি জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে। ঠিক তারপরের দিন অর্থাৎ ১৯ জানুয়ারি আলিপুরদুয়ার ফেরার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে একটি প্রশাসনিক সভা রয়েছে তাঁর।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতেই মেঘালয়ে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার সুর চড়া। আর সেই আবহেই মেঘের রাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখছে তৃণমূল। আগামী বুধবার মেঘালয়ের উদ্দেশে রওনা হচ্ছেন মমতা ও অভিষেক।