ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে জোর বিতর্ক রাজ্য জুড়ে। এই প্রক্রিয়ায় কোন নথি গ্রাহ্য হবে, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। আর সেই সাধারণের প্রশ্নকেই সামনে রেখে কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় তিনি বলেন, “রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড — কোনওটাই চলবে না! তাহলে কী চলবে? এই কার্ডগুলো তো কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনই দিয়েছে। এত কোটি টাকা খরচ করে তৈরি, সেগুলো কী জলে যাবে?”
মমতার দাবি, কেন্দ্র ও কমিশন পরিকল্পনা করে এই খেলায় নেমেছে। তাঁর কটাক্ষ, “এটা পরিকল্পিত গেম। আমরা মানব না।” পাশাপাশি তাঁর আশঙ্কা, এসআইআরের আড়ালে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালু করার চেষ্টা করছে কেন্দ্র।
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলার সময়ও নির্বাচন কমিশন আধার কার্ডকে প্রাথমিক পরিচয়পত্র হিসেবে মানতে চায়নি। ফলে রাজ্যে যদি এসআইআর হয়, সেক্ষেত্রে কোন কোন নথি দেখাতে হবে — তা নিয়ে অনিশ্চয়তায় বহু পরিবার। অনেকের প্রশ্ন, কেন্দ্র বা নির্বাচন কমিশনের দেওয়া নথিই যদি অগ্রহণযোগ্য হয়, তবে ‘গ্রাহ্য পরিচয়পত্র’ বলা যাবে কোনটাকে?