পশ্চিমবঙ্গের শারদোৎসবকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে তিনি জানালেন, এবার প্রত্যেক দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
এছাড়াও জানানো হয়েছে, বিদ্যুৎ খরচের ৮০ শতাংশ রাজ্য সরকার বহন করবে। ফায়ার লাইসেন্স ও অন্যান্য সরকারি ফি-ও মকুব করা হয়েছে। পুজো উদ্যোক্তাদের জন্য এই ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বাস দেখা গিয়েছে বিভিন্ন মহলে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, মহালয়ার আগেই রাজ্যজুড়ে পুজোর উদ্বোধন শুরু করবেন তিনি। সেই সময় পুলিশকে বিশেষ নজরদারিতে থাকার নির্দেশও দেন। পাশাপাশি পুজো নিয়েই সমস্ত দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার বার্তা দেন।
তিনি আরও জানান, ২, ৩ ও ৪ অক্টোবর রাজ্যজুড়ে হবে প্রতিমা বিসর্জন। আর ৫ অক্টোবর আয়োজিত হবে রাজ্যের ঐতিহ্যবাহী ‘বিসর্জন কার্নিভাল’। সেই অনুযায়ী প্রস্তুতির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।