শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মহাকাল মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূর্যমুখী ফুল, দুধ ও নানা উপাচারে পুজো দেন তিনি। পুজো শেষে স্থানীয় পুরোহিত, দর্শনার্থী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানালেন এক বড় ঘোষণা— শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিলিগুড়িতে ডিএমকে বলেছি একটা জমি দেখতে। সেখানে কনভেনশন সেন্টার হবে, আর তার পাশেই তৈরি হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিবমূর্তি স্থাপন করা হবে।”

তিনি আরও জানান, “এই প্রকল্পে কিছুটা সময় লাগবে। ট্রাস্টি বোর্ড গঠন করা হবে। সরকার বিনামূল্যে জমি দেবে।”

এর ফলে শিলিগুড়ি কেবল উত্তরবঙ্গের বাণিজ্যকেন্দ্র হিসেবেই নয়, আধ্যাত্মিক পর্যটনের নতুন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, “এই জায়গা অত্যন্ত পবিত্র। উত্তরবঙ্গের মানুষ ভগবান মহাকালের প্রতি গভীর শ্রদ্ধা রাখেন। তাই শিলিগুড়িতেও এমন একটি তীর্থস্থান গড়ে তোলা হবে, যেখানে মানুষ ভক্তি ও শান্তির পরিবেশে সময় কাটাতে পারবেন।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই উত্তরবঙ্গে একাধিক পর্যটন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেছেন। এবার মহাকাল মন্দির ও কনভেনশন সেন্টার— এই দুই প্রকল্পের মাধ্যমে শিলিগুড়ি উত্তরবঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় মানচিত্রে আরও গুরুত্ব পেতে চলেছে।

Related posts

গুজরাতে বিধানসভা ভোটের আগে চাঞ্চল্য, একসঙ্গে ইস্তফা দিলেন সব মন্ত্রীই

বিজেপির বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধে নামল তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’

কালীপুজোর আগে তুঙ্গে খাঁড়া তৈরির কাজ, নবদ্বীপের শিল্পীদের মুখে চিন্তার ভাঁজ কাঁচামালের দামবৃদ্ধিতে