157
ওয়েবডেস্ক : রাজ্যের অন্তর্বর্তী বাজেটে মেনেই বাড়ানো হল পার্শ্বশিক্ষকদের ভাতা। রবিবার অর্থ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হল, ৩ শতাংশ হারে ভাতাবৃদ্ধি দ্রুত কার্যকর হওয়ার পথে।
আরও পড়ুন : ট্যাবের টাকা বৃত্তিমূলক ছাত্রছাত্রীদের, আরও একটি মানবিক সিদ্ধান্ত রাজ্যের
বিধানসভা নির্বাচনের আগে বাংলার অন্তর্বর্তী বাজেটে নানাবিধ ঘোষণার মাঝেই পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানিয়ে দেন, প্রতি বছর ৩ শতাংশ হারে বাড়বে বেতন। এছাড়া অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা এক্সগ্রাসিয়া পাবেন তাঁরা।
প্রসঙ্গত, সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন, অলচিকি হরফ পড়ানোর জন্য আরও ১৫০০ পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও ৫০ কোটি টাকা বরাদ্দ করেন মাদ্রাসাগুলির জন্যও।