প্রথম পাতা খবর ‘যোগ্যশ্রী’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, জানুন কারা, কী সুবিধা পাবেন

‘যোগ্যশ্রী’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, জানুন কারা, কী সুবিধা পাবেন

561 views
A+A-
Reset

ইমনকল্যাণ সেন

অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ ও প্রস্তুতির জন্য ‘যোগ্যশ্রী’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে এই নতুন প্রকল্পের ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘‘আজ একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম এসসি, এসটি পড়ুয়াদের জন্য। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে জেইই, নিট এবং ওয়েস্ট বেঙ্গল জেইই পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হল। এর নাম দিলাম যোগ্যশ্রী।’’

একইসঙ্গে তিনি আরও বলেন, ‘‘২ হাজার ২৫৪ জন ট্রেনিং নিয়ে কোর্সে চান্স পেয়েছে। জেলায় জেলায় ৫০টি সেন্টার চালু হয়েছে। চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দু’টি করে মোট ৪৬ সেন্টার করা হচ্ছে।’’

এ ছাড়াও রাজ্যের তরফে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ছাত্রাবস্থা থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট। কলেজ-পড়ুয়াদের জন্য ১ বছরের ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে মাসে ১০,০০০ টাকা করে পাবেন। ভালো কাজ করলে রিনিউ করা হতে পারে চাকরি।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বলেন, “এ বছর আরও একটা নতুন স্কিম চালু করলাম। স্টুডেন্ট ইনটার্নশিপ স্কিম। আজ থেকেই শুরু হল। আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবে। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাদের। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। এই ভাবে গ্রাসরুট লেভেল থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা। ইনটার্নশিপ করার সময় দশ হাজার টাকা রেমুনারেশান পাবেন। ছাত্রজীবন থেকেই প্রশাসনিক ধারণা তৈরি হয়ে যাবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.