‘শান্ত থাকুন, সংযত থাকুন, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ান’, নাগরাকাটা হামলার পর বার্তা মুখ্যমন্ত্রীর

সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষের উপর হামলার ঘটনার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি ও সংযমের বার্তা। সোমবার উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে নাগরাকাটায় পৌঁছে তিনি সরেজমিনে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখেন। সেখান থেকেই মমতার স্পষ্ট বার্তা, “রাজনীতি ভুলে এই সময় দুর্গতদের পাশে দাঁড়াতে হবে।”

শনিবার রাতের ভয়াবহ বৃষ্টির জেরে তিস্তা ও তোর্সার জোয়ারে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। এই কঠিন পরিস্থিতিতে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ দুর্গতদের দেখতে গেলে তাঁদের উপর ইটবৃষ্টি চালানো হয় বলে অভিযোগ। আহত হন দু’জনই, রক্তাক্ত অবস্থায় সাংসদকে উদ্ধার করা হয়। নিরাপত্তারক্ষীরাও আক্রমণের মুখে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নাগরাকাটা এলাকা।

এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কোনও ঘটনা ঘটুক আমি চাই না। তবে কেউ যদি প্লাবন এলাকায় ৩০-৪০টা গাড়ি নিয়ে যায়, তাহলে মানুষের ক্ষোভ হয়। এখন রাজনীতি নয়, মানুষকে বাঁচানোই আমাদের দায়িত্ব।” মমতা আরও জানান, “আমি নিজে না গেলেও ডিজি পুলিশকে পাঠিয়েছিলাম। তিনি ঘটনাস্থলে গিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলেছেন।”

দুর্যোগের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা নয়, মানবিকতার বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “শান্ত থাকুন, সংযত থাকুন। এই সময় সবাইকে মিলেমিশে সঙ্কটের মোকাবিলা করতে হবে। এটাই আমাদের মনুষ্যত্ব।”

এ দিন নাগরাকাটার ত্রাণশিবির পরিদর্শনেও যান মুখ্যমন্ত্রী। স্থানীয়দের উদ্দেশে সতর্কবার্তা দেন তিনি, “আগামী দু’একদিনের মধ্যে ফের জোয়ার আসতে পারে। যারা এখনও বাড়ি আঁকড়ে রয়েছেন, তাঁরা দ্রুত ত্রাণশিবিরে চলে আসুন। এখানে নিরাপদে থাকা ও খাওয়ার সব ব্যবস্থা রয়েছে।”

বিপর্যস্ত নাগরাকাটায় মুখ্যমন্ত্রীর এই বার্তা শান্তি ও মানবিক সংহতির প্রতীক হয়ে উঠেছে— রাজনীতি নয়, এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব।

Related posts

বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

‘ম্যান মেড বন্যা’র দায় ভুটান-ডিভিসির, দার্জিলিঙের মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজের লেখা গানে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, কোজাগরীর সকালে শুভেচ্ছা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের