ছ’দিনের সফরে ব্রিটেন পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হিথরো বিমানবন্দরে নামার পর লন্ডনের সেন্ট জেমস কোর্ট হোটেলে উঠেছেন তিনি, যা বাকিংহাম প্যালেসের কাছেই অবস্থিত। শহরের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস, মেঘলা আকাশ ও টিপটিপে বৃষ্টি।
শনিবার সকালে লন্ডন রওনা হওয়ার কথা থাকলেও হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তাঁর সফর প্রায় ১২ ঘণ্টা পিছিয়ে যায়। তবে তিনি তাঁর পুরো দলসহ লন্ডনে পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে ও প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল। শিল্পপতি সত্যম রায়চৌধুরী, উমেশ চৌধুরী, উজ্জ্বল সিন্হা ও মেহুল মোহানকাও এই সফরে রয়েছেন।
রবিবার কোনও সরকারি কর্মসূচি নেই, তবে সোমবার থেকে ব্যস্ত সময়সূচি শুরু হবে। সোমবার তিনি ভারতীয় হাইকমিশনের আয়োজনে অংশ নেবেন। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন, বুধবার সরকারি পর্যায়ের বাণিজ্য বৈঠক। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সামাজিক উন্নয়ন’ বিষয়ে ভাষণ দেবেন। শুক্রবার লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।