তৃণমূল ব্লক সভাপতি আনারুলকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রামপুরহাটে গিয়ে রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের ঘটনায় বারবার অভিযোগের আঙুল উঠছিল স্থানীয় তৃনমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের প্রতি মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, “যেভাবেই হোক না কেন, গ্রেফতার করতেই হবে স্থানীয় তৃণমূল নেতা অনারুলকে”।

শুরু থেকেই স্থানীয় তৃণমূলের এক নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিল নিহতদের পরিবার। বলা হচ্ছিল তার নির্দেশেই আগুন লাগানো হয়েছিল বগটুই গ্রামের বাড়িগুলোতে। এমনটাই দাবি করেছিলেন নিহতদের পরিবারের সদস্যরা।

নিহতদের পরিবারের সদস্যদের সেই দাবিকে যে পুলিশ প্রশাসন যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, এদিন রামপুরহাটের মাটিতে দঁড়িয়ে সেটাই প্রমাণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যতই তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ন নেতা হন না কেন, এবার সেই আনারুলকেই সরাসরি গ্রেফতারের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দুপুর ঠিক সাড়ে বারোটা নাগাদ বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে কথা বলেন নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে। একইসঙ্গে তিনি ওই সব সদস্যদের এই বলে আশ্বস্ত করেন যে, এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই কিছুমাত্র রেয়াত করা হবে না। এমনকি দোষীদের প্রত্যেকেই যাতে কঠোর সাজা পায়, কোনোভাবেই কেউ যেনো বেল না, সেটাও পুলিশকে নিশ্চিত করার কথা সাফ জানিয়ে দেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট। কিন্তু, মৃতদের পরিজনরা তার কাছে অভিযোগ করেছিল। কেন তা সত্ত্বেও পুলিশ পাঠায়নি তা জানা দরকার। ওকে অবশ্যই গ্রেফতার করা হবে।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে