অনেক দিন ধরেই সারা দেশের সঙ্গে সঙ্গে বাংলার মানুষের মনেও থাবা বসাচ্ছিল ওমিক্রন আতঙ্ক। আর এবার যেন সেই আতঙ্ক একেবারে ঘাড়ে চেপে বসেছে। কারণ দ্রুত ছড়াতে শুরু করেছে এই মুহূর্তে আতঙ্কের অপর নাম ওমিক্রন। আর যার জেরে এবার ফের একবার বন্ধ হতে বসেছে রাজ্য়ের বুকে চালু হওয়া স্কুল কলেজগুলি।
ইতিমধ্য়েই রাজ্য় গুলিকে ওমিক্রনের ব্য়াপারে বিশেষভাবে সতর্ক করেছে কেন্দ্র। ওমিক্রন প্রতিরোধে বেশ কিছু পরামর্শও রাজ্য় গুলিকে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। রাজ্য়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে একদিনেই আক্রান্ত বেড়ে গিয়েছে প্রায় ৪৪ শতাংশ। যে কারণে এবার ওমিক্রন নিয়ে অন্য়ভাবে ভাবতে বাধ্য় হচ্ছে রাজ্য়ও।
বুধবার ক্রমবর্ধমান এই ওমিক্রন নিয়ে কিছু বিশেষ নির্দেশ দিতে নিতান্তই বাধ্য় হলেন রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কোভিডের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে স্কুল। সম্প্রতি কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর শুরু করা হয়েছিল একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠন পাঠন। খুলে দেওয়া হয়েছিল কলেজ ও বিশ্ববিদ্য়ালয়ও। কিন্তু মনে করা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে এবার ফের একবার বন্ধ হতে বসেছে রাজ্য়ের বুকে চালু হওয়া স্কুল-কলেজ-বিশ্ববিদ্য়ালয়।
রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বুধবার অন্তত তেমনই ইঙ্গিত দিলেন বলেই মনে করছে বেশিরভাগ সাধারণ মানুষ। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ওমিক্রন যেভাবে দ্রুত হারে বাড়ছে, তার ভিত্তিতে এই পরিস্থিতিতে রাজ্য়ের বুকে চালু হওয়া স্কুল কলেজের ক্লাস গুলি চালু রাখা উচিৎ কিনা সেই বিষয়টি নতুন করে ক্ষতিয়ে দেখতে হবে। এই বিষয়টি পর্যালোচনার জন্য় সরকারিভাবে এদিন তিনি নির্দেশও জারি করেন। পাশাপাশি ফের একবার কোপ পড়তে পারে রাজ্য়ের বুকে চলা লোকাল ট্রেনের উপরও। বুধবার মুখ্য়মন্ত্রী এমন ইঙ্গিতও দিলেন, ওমিক্রনের দাপট রোধে কমানো হতে পারে লোকাল ট্রেনের সংখ্য়া।