আজ সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী, কড়া নিরাপত্তা

আজ,সোমবার সন্দেশখালির অরবিন্দ মিশন মাঠে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠিনে আসবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর।

এ দিন দুপুর পৌনে ১টা নাগাদ হেলিপ্যাডে নামার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। যে জায়গায় সভা তার ঠিক পাশেই তৈরি করা হয়েছে হেলিপ্যাড। হেলপ্যাড থেকেই সোজা মঞ্চে উঠবেন মমতা। স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচির শিলান্যাস করার কথা রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রী নানান পরিষেবা প্রদান করবেন এই প্রশাসনিক বৈঠক থেকে। সেই কারণে একাধিক সামগ্রিক প্রস্তুত। রবিবার দুপুরে বৈঠকের আগে মাঠ পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা, উপস্থিত ছিলেন একাধিক উচ্চ পদস্থ প্রশাসনিক ও পুলিশ আধিকারিক। মাঠ ও হেলিপ্যাড চত্বরে মুড়ে ফেলা হয়েছে পুলিশের কড়া নিরাপত্তায়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক