পাগড়িধারী আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ বিজেপির, তীব্র নিন্দা মমতার

কলকাতা: সন্দেশখালিতে কর্তব্যরত এক পাগড়িধারী আইপিএস অফিসারকে ‘খলিস্তানি’ বলে আক্রমণ বিজেপির। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনায় প্রকাশ, অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও পুলিশের সঙ্গে বাদানুবাদ চালিয়ে যাচ্ছিলেন। সেই সময়, মাথায় পাগড়ি পরিহিত ইসলামপুর পুলিশ জেলার সুপার তথা আইএএস জসপ্রীত সিংকে খলিস্তানি বলে কটাক্ষ করেন এক বিজেপি নেতা। তা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পুলিশ অফিসার। যদিও সংযমের পরিচয় দেন। তিনি পাল্টা প্রশ্ন ছোড়েন, ‘‘আমি পাগড়ি পরেছি বলে আমি খলিস্তানি! আপনি আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন?’’

জানা যায়, এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন বাংলার শিখ ধর্মাবলম্বীরা। কলকাতা এবং আসানসোলে বিজেপির অফিস ঘেরাও করবে বলে জানিয়েছে তাঁরা।

অন্য দিকে, পুরো ঘটনাটির একটি ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘‘বিজেপি তা হলে মনে করছে, যারা পাগড়ি পড়ে তারাই খলিস্তানি! ওদের বিভাজনের রাজনীতি এ বার সাংবিধানিক সীমা ছাড়িয়ে যাচ্ছে।’’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক