‘চাকরি খাই…চাকরি খাই’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি-কে কড়া আক্রমণ মমতার

কলকাতা: রবিবার ধর্মতলার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী। কেন্দ্রীয় এজেন্সির ধমকানি থেকে শুরু কর্মসংস্থান- বিভিন্ন বিষয়ে এ দিন তৃণমূলনেত্রীর নিশানায় উঠে এল বিজেপি।

মমতা বলেন, ‘‘বিজেপি আন্দোলনে পারে না। আমার কাছে ১০ লক্ষ সরকারি চাকরি তৈরি আছে। কিন্তু আমি কিছু করতে গেলে আদালতে ছোটে তারা। কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, কখনও বলছে ৪২ হাজারের চাকরি খাই, কখনও বলছে ওবিসি উঠিয়ে দাও।’’

একই সঙ্গে তাঁর আশ্বাস, “কখনও বলছে ওবিসি উঠিয়ে দাও। না উঠবে না। কারও চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি। জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি। আমরা লড়াই চালিয়ে যাব। আমরা লড়াই করব। ২ কোটির উপর ওবিসি সার্টিফিকেট দিয়েছি। তাঁদের নিজের পায় দাঁড়িয়েছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কোলারশিপ দেয় না। আমরা দিই। আমরা বাংলায় প্রথম।”

অন্য দিকে, জেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগেও ফের আরও একবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা মানব সেবায় বিশ্বাস করি। আমরা ধর্ম বাড়িতে করি। ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। আমরা যখন মানুষের ভোটে নির্বাচতি তখন আমাদের কোনও ধর্ম নেই। আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে পরিষেবা দেওয়া।”

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?