রাহুল প্রিয়াঙ্কাকে নাম না করে ‘কোয়েল-দোয়েল’ বলে কটাক্ষ মমতার

উত্তর প্রদেশের নির্বাচনে প্রচার করতে গিয়ে মঙ্গলবার কংগ্রেস এর দুই আইকন লিডার রাহুল আর প্রিয়াঙ্কাকে লখনউয়ের ভার্চূয়াল জনসভায় মমতা ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করলেন।

এখানেই শেষ নয়, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও মহাসচিব প্রিয়ঙ্কা গাঁধীকে তৃণমূল নেত্রী কটাক্ষ করে ভিন্ন নামে অভিহিত করেন কিন্তু কখনই তাঁদের প্রকৃত নাম একবারও মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার মুখ্যমন্ত্রী এদিন অখিলেশ যাদব এর ভার্চুয়াল জনসভায় তাঁর বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘সারা বছর এঁদের কোথাও দেখা যায় না। মানুষের পাশে থাকতে দেখা যায় না। কিন্তু ভোট এলেই কিছু মানুষ বসন্তের কোকিলের মতো উড়ে এসে জুড়ে বসেন।”

তিনি আরও বলেন, এঁদের ভাল করে চিনে রাখুন। এঁদের আপনারা একটাও ভোট দেবেন না। কারণ, এঁদেরকে ভোট দেওয়ার অর্থ আসলে বিজেপির হাত আরও শক্ত করা।’’

এদিন এই নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘উত্তরপ্রদেশে একমাত্র অখিলেশ যাদবই বিজেপি-কে হারাতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর এই কারণেই আমি ওকে সমর্থন করে এতদূর ছুটে এসেছি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন