২৬ আগস্ট বর্ধমানে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠক ও প্রকল্পের সুবিধা বিলি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী সপ্তাহে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ২৬ আগস্ট তিনি বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন। সূত্রের খবর, পূর্ব ও পশ্চিম দুই বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন তিনি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে রাস্তাঘাটের বেহাল দশা মেরামতির কাজ চলছে জোরকদমে, যাতে মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্ন হয়। সভাস্থল হিসেবে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠ নির্ধারণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সভা শেষে জি টি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন বলেও জানা গিয়েছে।

এই সফরে মুখ্যমন্ত্রী রাস্তা-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করতে পারেন। পাশাপাশি উপভোক্তাদের হাতে পাট্টা ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়ারও সম্ভাবনা রয়েছে।

জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, “মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। একাধিক প্রকল্পের সূচনা হবে বলেই আশা করা যাচ্ছে। তবে এখনও চূড়ান্ত তালিকা তৈরি হয়নি।”

এরই মধ্যে জেলা শাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস-সহ আধিকারিকরা সভাস্থল পরিদর্শন করেছেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে জেলা প্রশাসনে তৎপরতা তুঙ্গে

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে