Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর - NewsOnly24

প্ররোচনায় পা দেবেন না, শান্তি বজায় রাখুন, বেলডাঙার অশান্তি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুর্শিদাবাদের বেলডাঙার অশান্ত পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে বলেন, ‘‘বেলডাঙায় কাদের প্ররোচনা আছে, আপনারা জানেন। আমি বলব, শান্তি বজায় রাখুন। কারও প্ররোচনায় পা দেবেন না।’’ একই সঙ্গে সাংবাদিকদের উপর হামলা না করার আবেদনও জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘শুক্রবার ওঁদের জমায়েত হয়। চিরকালই হয়। আমাদের দুর্গাপুজো, শিবরাত্রিতেও জমায়েত হয়। আমি কি বারণ করতে পারি? ওঁদের ক্ষোভ সঙ্গত। আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী।’’ তাঁর অভিযোগ, ‘‘বাংলায় ইচ্ছাকৃত ভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এর পিছনে বিজেপি আছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এজেন্সিকেও কাজে লাগানো হচ্ছে।’’

প্রসঙ্গত, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই বেলডাঙায় রেল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। এই ঘটনার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ফের অভিযোগ করেন, ‘‘বিজেপি অশান্তি করতে চাইছে। এর পিছনে কেন্দ্রীয় সরকারের এজেন্সি রয়েছে।’’

পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ‘‘ডবল ইঞ্জিনের সরকার যেখানে আছে, সেখানেই এই ধরনের ঘটনা ঘটছে। বিহারে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ন্যক্কারজনক ঘটনা। আমরা বিষয়টি দেখছি। কোর্টে মামলা হয়েছে। আক্রান্ত পরিবারগুলির পাশে আমি আছি।’’

একই সঙ্গে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়েও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, ‘‘হোয়াট্‌সঅ্যাপে নোটিস পাঠানো হচ্ছে। এখন বলছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না, ডোমিসাইল সার্টিফিকেট চলবে না। সুপ্রিম কোর্ট বলার পরেও আধার কার্ড মানা হচ্ছে না।’’ মুখ্যমন্ত্রীর দাবি, মালদহে একটি বিশেষ সম্প্রদায়ের প্রায় ৯০ হাজার মানুষকে নোটিস পাঠানো হয়েছে এবং একাধিক জেলায় জনজাতিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

শেষে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। গণতন্ত্রকে রক্ষা করার লড়াই চলবে। স্বৈরাচার, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।’’ পাশাপাশি তাঁর অভিযোগ, গত দু’মাসে প্রায় ২০০ বার নোটিস পাঠানো হয়েছে, যার ফলে বিএলও-দের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে এবং প্রায় ১০০ জনের মৃত্যুও হয়েছে বলে দাবি করেন তিনি।

Related posts

নতুন বছরে উত্তরবঙ্গের জন্য বড় উপহার, শিলিগুড়ি থেকে দিঘা প্রথম ‘ভলভো স্লিপার’ বাস চালু

ব্রিগেডে সভার অনুমতি পেল না হুমায়ুন কবীরের দল, মুর্শিদাবাদে ১০ লক্ষ জমায়েতের হুঁশিয়ারি

মুকুল রায়ের বিধায়কপদ খারিজে অন্তর্বর্তী স্থগিতাদেশ, হাই কোর্টের রায়ে আপাত বিরতি সুপ্রিম কোর্টের