ভোটের আগে বাম-বিজেপি ‘সেটিং’ দমদমে! বিস্ফোরক দাবি মমতার

কলকাতা: আগামী শনিবার (১ জুন) শেষ দফায় ভোট দমদম লোকসভা কেন্দ্রে। জোর প্রচার চালাচ্ছেন তিন প্রার্থী। এরই মধ্যে বিস্ফোরক দাবি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম এবং বিজেপির ‘সেটিং’ হয়েছে।

দমেদমে এ বারও তৃণমূলের হয়ে লড়ছেন বিদায়ী সাংসদ সৌগত রায়। তাঁর বিরুদ্ধে লড়ছেন বামফন্ট প্রার্থী নেতা সুজন চক্রবর্তী। তাঁকে সমর্থন করেছে কংগ্রেস। অন্যদিকে, তৃণমূল থেকে আসা শীলভদ্র দত্তের ওপর ভরসা রেখেছে পদ্ম শিবির। সেই ভোটের মাত্র তিন দিন আগেই বিস্ফোরক অভিযোগ করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বারুইপুরে ছিল একটি জনসভা। সেখানে বক্তব্য রাখার সময়ই এমন অভিযোগ তোলেন মমতা।

মমতার দাবি, “কিছু কিছু জায়গায় বিজেপির সঙ্গে সিপিএমের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম আমি বলে দিতে পারি, দমদম।” কী ‘সেটিং’ হয়েছে এখানে?

মমতা বলেন, “ওখানে সিপিমের যে প্রার্থী হয়েছেন, তাঁর সঙ্গে বিজেপির সেটিং হয়েছে, লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর ওখানে একটা বিধানসভা নির্বাচন (বরানগর উপনির্বাচন) আছে, সেখানে বিজেপি ভোটটা সিপিএমকে দেবে।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন