একাদশীতে কালীঘাটে বিজয়া সম্মিলনী, গৃহকর্ত্রীর ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

একাদশীর দিন কালীঘাটের দলীয় কার্যালয়ে আয়োজিত হল বিজয়া সম্মিলনী। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে সেখানে দলের জনপ্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী এবং সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করেন। দুর্গাপুজো পরবর্তী মিলনমেলায় তিনি মিষ্টি বিতরণ করে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

একেবারে গৃহকর্ত্রীর মতোই অতিথি আপ্যায়ণ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। শুধু দলীয় নেতাকর্মীই নয়, হাজির ছিলেন সাংবাদিক, বিনোদন জগতের গায়ক-অভিনেতা ও পুজো উদ্যোকারাও। সবার সঙ্গে উৎসবের আবেশ ভাগ করে নেন মমতা।

সমাবেশের একটি ভিডিও পরে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে দলনেত্রী লেখেন, “আজ কালীঘাটে বিজয়া সম্মিলনীতে যোগ দিলাম আমরা সবাই। ছিলেন দলের সব সদস্য, নেতা, কর্মী, সাংবাদিক বন্ধু, বিনোদন জগতের মানুষ এবং পুজো উদ্যোকারা। দুর্গাপুজো শেষ হলেও আবেশ রয়ে গিয়েছে আমাদের মিলিত হওয়ার মধ্যে।”

তিনি আরও জানান, এই মিলনমেলার মূল উদ্দেশ্য হল ঐক্য ও আনন্দ ছড়িয়ে দেওয়া। মমতার বক্তব্যে উঠে আসে, “আমরা একে অপরের খোঁজখবর নিয়েছি, শুভেচ্ছা বিনিময় করেছি। আপনাদের পাশে থাকাটাই আমাদের অনুপ্রেরণা। মা দুর্গার আশীর্বাদ আমাদের সকলের পথ আলোকিত করুক।”

একাদশীর এই বিজয়া সম্মিলনী কার্যত উৎসবের আবেশকে দীর্ঘায়িত করল বলে মনে করছেন উপস্থিতরা।

Related posts

‘শান্ত থাকুন, সংযত থাকুন, রাজনীতি ভুলে দুর্গতদের পাশে দাঁড়ান’, নাগরাকাটা হামলার পর বার্তা মুখ্যমন্ত্রীর

বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

‘ম্যান মেড বন্যা’র দায় ভুটান-ডিভিসির, দার্জিলিঙের মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর