ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার তিনি পৌঁছবেন বর্ধমানে। সেখানে পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করার পাশাপাশি, জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
সূত্র মারফত খবর, প্রশাসনিক দায়িত্বে থাকা জেলা পরিষদের সভাধিপতি-সহ কর্মাধ্যক্ষরা বৈঠকে উপস্থিত থাকবেন। পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী সরাসরি পাট্টা বিলি করার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সুবিধা প্রদান করবেন। জেলার সড়ক ও অবকাঠামো উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের শিলান্যাসও করতে পারেন তিনি।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে প্রস্তুতি শেষ। গত সপ্তাহেই জেলা শাসক আয়েশা রানি এ এবং পুলিশ সুপার সায়ক দাস-সহ আধিকারিকরা বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠ পরিদর্শন করেন। প্রথমে পুলিশ লাইন ও মিউনিসিপ্যাল স্কুল মাঠ—দুটো জায়গা বাছাই করা হলেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সভার জন্য বেছে নেওয়া হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠকেই।
সভা শেষে মুখ্যমন্ত্রী জি টি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন বলেও জানা গিয়েছে।