কলকাতা: আজ, সোমবার (২২ জানুয়ারি, ২০২৪) অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। এ দিনই কলকাতায় সংহতি মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বিকেল ৩টেয় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তার পর হাজরা পার্ক থেকে মিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। হাজরা মোড় থেকে প্রথমে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত মিছিল যাবে। এর পর গুরুদ্বারে গিয়ে সেখানে চাদর চড়াবেন। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস যাবেন মিছিলে হেঁটে। মসজিদ এবং গির্জাতেও যাবেন। রাধাকৃষ্ণের মন্দিরেও পুজো দেওয়ার কথাও রয়েছে তাঁর ৷ এ ভাবেই বেকবাগান হয়ে পার্ক সার্কাস ময়দানে মিছিল শেষ হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সংহতি মিছিলে উপস্থিত থাকবেন একাধিক সাংসদ, বিধায়ক ও কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলররা। তৃণমূল বিধায়ক তাপস রায় বলছেন, ‘মহামিলনের মিছিলের ডাক দিয়েছেন আমাদের নেত্রী। আমরা সারা বাংলায় এই মিছিল করব।’
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান হচ্ছে আজ। যা নিয়ে বিজেপি ভেদাভেদের রাজনীতি করছে বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে সংহতি মিছিল।