দু’দিনের কোচবিহার সফরে গিয়ে সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা নিয়ে রাজ্য পুলিশকে আরও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে পৌঁছেই তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেন। সেখান থেকেই নাম না করে বিএসএফ এবং কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কড়া সতর্কতা দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “কোচবিহার জেলা বর্ডার জেলা। আইনশৃঙ্খলা ভালোভাবে দেখে রাখতে হবে। বর্ডার এলাকায় অযথা কোনও হস্তক্ষেপ মানা যাবে না।” শান্তি বজায় রাখার সঙ্গে সঙ্গে পুলিশের দায়িত্ব আরও বাড়াতে হবে বলেও জানান তিনি।
পুলিশকে ‘প্রো অ্যাকটিভ’ হতে নির্দেশ দিয়ে মমতা বলেন, “রাজ্যের অফিসারদের বলব, ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন-খারাপি করতে বলছি না। তবে প্রো অ্যাকটিভ হন।”
বর্ডার এলাকায় বেআইনি লেনদেন ও অনুপ্রবেশ রোখার জন্য নাকা চেকিং বাড়ানোরও নির্দেশ দেন প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, “বর্ডার দিয়ে প্রচুর লেনদেন ইধার-উধার হচ্ছে। নাকাচেকিংটা ঠিকমতো করুন।”
এই প্রসঙ্গেই নাম না করে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা বেশি সমালোচনা করেন, তাঁরাই এটা খেয়ে যায়! আর দোষ হয় অন্য লোকের। সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার!”