মমতার চাপেই জীবন ও স্বাস্থ্যবিমায় জিএসটি মকুব, দাবি তৃণমূলের

জিএসটি কাঠামোয় বড় রদবদল। বুধবার রাতে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ঘোষণা করেন, জীবন বিমা ও স্বাস্থ্য বিমার উপর থেকে সম্পূর্ণভাবে জিএসটি তুলে নেওয়া হচ্ছে। একইসঙ্গে ৩৩টি জীবনরক্ষাকারী ওষুধে জিএসটি শূন্য করা হয়েছে। রুটি, দুধ, পনিরের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যেও আর জিএসটি থাকছে না। নতুন ব্যবস্থায় মোট ১৭৫টি পণ্যের দাম কমবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন।

অর্থমন্ত্রীর কথায়, “মূলত মধ্যবিত্তের স্বার্থেই এই সিদ্ধান্ত। বেশিরভাগ খাবার ও প্রয়োজনীয় পণ্যের দাম কমবে।”

তবে তৃণমূল কংগ্রেসের দাবি, এই সিদ্ধান্ত এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের ফলেই। দলের তরফে X-এ পোস্ট করে লেখা হয়েছে, “সাধারণ মানুষের জয়। বধির শাসকের বিরুদ্ধে জয়। প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর, জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করেছিলেন। অবশেষে নরেন্দ্র মোদির সরকার চাপের মুখে নতিস্বীকার করেছে। প্রমাণ হল, কোণঠাসা না হলে বিজেপি সরকার জনমুখী সিদ্ধান্ত নেয় না।”

তৃণমূলের বক্তব্য, সংসদ হোক বা রাস্তায়—তারা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাবে।

অন্যদিকে রাজনৈতিক মহলে জল্পনা, কেন্দ্রের এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের আগে বিরোধী চাপ সামলানোর কৌশল হিসেবেই দেখা যাচ্ছে।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের