প্রথম পাতা খবর মিরাক্যাল কিছু ঘটলে লোকসভা ভোটের আগেই মোদী সরকারের ‘বিদায়’, কেজরিকে পাশে বসিয়ে দাবি মমতার

মিরাক্যাল কিছু ঘটলে লোকসভা ভোটের আগেই মোদী সরকারের ‘বিদায়’, কেজরিকে পাশে বসিয়ে দাবি মমতার

287 views
A+A-
Reset

মঙ্গলবার নবান্নে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা। বৈঠকে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মিরাক্যাল কিছু ঘটলে লোকসভা ভোটের আগেই মোদী সরকারের ‘ভবিষ্যৎ’ অনিশ্চিত।

এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির একাধিক মন্ত্রী ও আপ নেতাদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মমতা। এরপর যৌথ সাংবাদিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যসভায় বিজেপি বিরোধী সব দল একজোট হলে ওদের হারানো যাবে। লোকসভা ভোটের আগেই বিজেপিকে হারানোর সুযোগ এসেছে। মিরাক্যাল কিছু ঘটলে অবশ্য লোকসভা ভোটের আগেই মোদী সরকারের পড়ে যেতে পারে”।

পাশাপাশি, কেন্দ্রীয় সংস্থা সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। তাঁর দাবি, বিজেপি কার্যত গণতন্ত্রকে ভেঙে দিতে চাইছে। বিজেপির অনেক নেতাও খুশি নয় বলে মন্তব্য করেছেন তিনি।

অন্য দিকে, মমতার প্রতি সমর্থনের ঘোষণার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে কেজরিওয়াল বলেন, ‘‘বিজেপি কোনো রাজ্যে বিরোধীদের সরকারকে কাজ করতে দেয় না। আমরা জানি, কী ভাবে রাজ্যপালের পদকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাজে বাধা দেওয়া হয়েছে।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.