বিধানসভায় বাংলাদেশ প্রসঙ্গে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় বক্তৃতা করার সময় তিনি বলেন, “দাঙ্গা হিন্দু-মুসলমান কেউ করে না। দাঙ্গা করে কিছু সমাজবিরোধী।” সম্প্রীতির বার্তার মাধ্যমে তিনি রাজ্যবাসীকে শান্তি ও ঐক্যের বার্তা দিলেন।

সম্প্রতি বাংলাদেশের বিএনপি নেতা বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি দিয়েছেন, যা নিয়ে শোরগোল পড়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, “যাঁরা দখলের কথা বলছেন, তাঁরা যেন ভুলে না যান, আমরা ললিপপ খেয়ে বসে থাকব না। আমরা যথেষ্ট সক্রিয়। কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই।”

বাংলাদেশ প্রসঙ্গে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের সতর্ক করে বলেন, “কোনও অতিরিক্ত মন্তব্য করবেন না যা প্ররোচনা ছড়াতে পারে।” একইসঙ্গে রাজ্যবাসীকেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

মমতার এই বক্তব্যে রাজ্যের সক্রিয় ও ধৈর্যশীল ভূমিকার কথা উঠে এল। সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে তিনি সব পক্ষকে সতর্ক ও দায়িত্বশীল থাকার বার্তা দিলেন।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে