প্রশাসনিক সফরে দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীকী ছবি

কলকাতা: আগামী সপ্তাহের শুরুতেই দু’দিনের জন্য পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই তিনি দার্জিলিঙে পৌঁছাবেন এবং মঙ্গলবার ও বুধবার কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচি সারবেন।

নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় জিটিএর সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক এবং বুধবার বিকেল ৩টায় দার্জিলিং চৌরাস্তায় প্রথমবার আয়োজিত ‘সরস মেলা’র উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে নবান্ন সূত্রে জানা গেছে।

এছাড়া, দার্জিলিংয়ে তথ্যপ্রযুক্তি (আইটি) কেন্দ্র স্থাপনের পরিকল্পনার বিষয়েও জেলা প্রশাসনের সাথে আলোচনার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের কার্শিয়াঙ এবং কালিম্পঙের গরুবাথানে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। এছাড়া, দার্জিলিংয়ে তিনটি পুরসভার ভোটও বাকি রয়েছে, যার প্রস্তুতি চলমান রয়েছে এবং মুখ্যমন্ত্রীর এই সফরে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত, ‘সরস মেলা’ প্রতি বছর কলকাতার নিউটাউনে আয়োজন করা হয়। এবার প্রথমবার দার্জিলিংয়ে এই মেলা বসছে, যা উত্তরবঙ্গের মানুষের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে প্রস্তাব করা হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন