মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর সফর, নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শন ও প্রশাসনিক বৈঠক

দিঘা: তিন দিনের পূর্ব মেদিনীপুর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন তিনি। কোভিড-পরবর্তী সময়ে ২০২২ সালের মে মাসে হিডকোর তত্ত্বাবধানে মন্দির নির্মাণের কাজ শুরু হয়।

বুধবার সকালে ওল্ড দিঘার অতিথিশালা থেকে নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। মন্দিরের কাজ কতটা এগিয়েছে এবং কী কী কাজ বাকি রয়েছে, তা তিনি খতিয়ে দেখবেন। এছাড়াও, মন্দিরে ট্রাস্টি বোর্ড গঠনের সম্ভাবনার কথাও উঠে আসতে পারে তাঁর উপস্থিতিতে।

সফরের অংশ হিসেবে, তিনি জেলার বিধায়কদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করবেন। মন্দির নির্মাণ কাজের পাশাপাশি জেলার উন্নয়নমূলক প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক