বর্ধমানের সভা থেকে মঙ্গলবার নির্বাচন কমিশনকে সরাসরি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “নির্বাচন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ‘ললিপপ’ হবেন না। তাহলে দেশের মানুষ ক্ষমা করবেন না।”
ভোটার কার্ড সংশোধন প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “বাংলায় নাকি সব বাংলাদেশি থাকে, নাকি বাংলা বাংলাদেশ হয়ে যাচ্ছে। কোথা থেকে হল এটা? স্বাধীনতার সময় দেশ ভাগ করেছিলেন আপনারাই। পঞ্জাবেরও একপাশে পাকিস্তান আছে, সেটা নিয়ে তো কিছু বলেন না। আমাদের পাশে বাংলাদেশ আছে, এটা আপনারাই তৈরি করেছেন। বাংলা ভাষা দ্বিতীয় বৃহত্তম ভাষা, অন্য ভাষাকে আমরা সম্মান করি, তাহলে বাংলা বলব না কেন?”
এখানেই থেমে থাকেননি মমতা। ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের দুর্ব্যবহার প্রসঙ্গও টেনে আনেন তিনি। বলেন, “বাংলার অবদানের কথা ভুলবেন না। বাংলার ইতিহাস মনে রাখুন। ১৯৭১ সালের ১ মার্চ পর্যন্ত চুক্তি করেছিলেন, যারা আসবে তারা দেশের নাগরিক। বাংলার কখনও মাথা নত হবে না। বাংলা গাইবে নতুন সুরে। বাংলাকে সন্মান জানিয়ে জয় বাংলা হাজার বার বলব।”
তৃণমূল সূত্রের মতে, লোকসভা ভোটের আগে এই সভা থেকে বাংলার মানুষকে একজোট করার পাশাপাশি বিজেপিকে কঠিন বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।