তৃণমূলের নয়া সংসদীয় কমিটি গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন দায়িত্বে কে?

তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সংসদীয় কমিটির নতুন গঠন ঘোষণা করেছেন। বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সংসদে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং বিভিন্ন ইস্যুতে তৃণমূলের অবস্থানকে জোরালো করতে এই কমিটি গঠন করা হয়েছে।

সুদীপ বন্দ্যোপাধ্যায় আগের মতোই লোকসভার দলনেতার দায়িত্বে থাকছেন। রাজ্যসভার দলনেতার দায়িত্ব পালন করবেন ডেরেক ও ব্রায়েন। লোকসভার উপ দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদার এবং রাজ্যসভার উপ দলনেতা হিসেবে সাগরিকা ঘোষ দায়িত্ব পেয়েছেন। লোকসভায় চিফ হুইপ হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় চিফ হুইপ হিসেবে নাদিমুল হকের নাম ঘোষণা করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা সংসদে শুধু বসে থাকার জন্য যাচ্ছি না। আমরা CAA এবং NRC বাতিলের দাবিতে আওয়াজ তুলব। আমাদের বকেয়া পাওনা নিয়ে দাবি জানাবো এবং তা মেটাতেই হবে।”

সংসদে তৃণমূলের নতুন কমিটি

  • সংসদীয় কমিটির চেয়ারপার্সন: মমতা বন্দ্যোপাধ্যায়
  • লোকসভার দলনেতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়
  • উপ দলনেতা: কাকলি ঘোষ দস্তিদার
  • চিফ হুইপ: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
  • রাজ্যসভার দলনেতা: ডেরেক ও ব্রায়েন
  • উপ দলনেতা: সাগরিকা ঘোষ
  • চিফ হুইপ: নাদিমুল হক

নবীন ও প্রবীণ সদস্যদের নিয়ে গঠিত এই সংসদীয় কমিটি তৃণমূল কংগ্রেসের সংসদীয় কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে মনে করা হচ্ছে। সুদীপ, ডেরেক, কল্যাণের মতো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি সাগরিকা এবং কাকলির মতো নবীন নেতাদের অন্তর্ভুক্তি কমিটিকে আরও শক্তিশালী করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সংসদে তাদের রণকৌশল নির্ধারণ করেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় ভূমিকা পালনের প্রস্তুতি নিচ্ছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন