কলকাতা: বাংলা আকাদেমি পুরস্কার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর থেকে আকাদেমি চালু করেছে ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার। প্রথম বছরের পুরস্কার পাচ্ছেন মমতা। তাঁর কবিতা বিতান কাব্যগ্রন্থের জন্য।
সোমবার ২৫ বৈশাখ উপলক্ষে কবি প্রণামের আয়োজন করেছিল রাজ্যে তথ্য সংস্কৃতি দফতর। সেই অনুষ্ঠান মঞ্চে এই ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারম্যান ব্রাত্য বসু।
অনুষ্ঠানে তিনি বলেন,‘‘ সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা তথা সারস্বত সাধনা করেন, তাঁদের পুরস্কৃত করতে এই সিদ্ধান্ত নিয়েছে আকাদেমি।’’
তিনি আরও বলেন,‘‘প্রথম বছর বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়েই মুখ্যমন্ত্রীকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’’