নিয়োগের ক্ষেত্রে কোনো ফাঁক রাখতে নারাজ মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে বার্তা মন্ত্রীদের

কলকাতা: সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে বিতর্কের শেষ নেই। এরই মধ্যে বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে নিয়োগ নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন উন্নয়নমূলক প্রকল্পগুলিকে সময়মতো শেষ করতে, সেগুলির অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন রাজ্যের মন্ত্রী, দফতরের সচিব ও জেলাস্তর পর্যন্ত পুলিশ-প্রশাসনের কর্তারা।

সূত্রের খবর, সেখানেই সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে রাজ্যের মন্ত্রীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। নিয়োগ প্রসঙ্গে তিনি সমস্ত দফতরের মন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন, অনুমতি ছাড়া কোনো স্থায়ী বা অস্থায়ী নিয়োগপত্র দেওয়া যাবে না।

পাশাপাশি তিনি আরও বলেন, নিয়ম মেনে নিয়োগ করতে হবে। স্থায়ী এবং অস্থায়ী সবক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। যে কোনো নিয়োগ করতে হলেই প্রথমে নির্দিষ্ট কমিটির অনুমতি নিতে হবে।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বেশ কয়েক মাস ধরেই উত্তাল রাজ্য-রাজনীতি। এই প্রেক্ষাপটেও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে নিয়োগ প্রক্রিয়া সমানে অব্যাহত রয়েছে। স্বাভাবিক ভাবেই নিয়োগের ক্ষেত্রে কোনো ফাঁক রাখতে নারাজ মুখ্যমন্ত্রী। যে কারণে এ দিনের বৈঠক থেকে আরও এক বার কড়া বার্তা দিলেন তিনি।

আরও পড়ুন: শিক্ষক দিবসে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর, ৮৯ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন